ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিনজন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল উড়িষ্যা ও ঝাড়খণ্ডের বাসিন্দা – অনিতা ধুনিয়া, রোজ নীলিমা টিগ্গা, সুন্দরী কুমারী ও মুকেশ সিং ঝাড়খন্ড থেকে বাসে করে গাঁজা এনে দুর্গাপুরে সরবরাহ পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজের ভেতরে লুকিয়ে রাখা ছিল এই নিষিদ্ধ মাদক।

পুলিশের দাবি এটি আন্তরজ্য মাদকচক্রের সঙ্গে যুক্ত বৃহস্পতিবার জীতদের আসানসোল জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার পেছনে বড় কোন চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

