spot_img
Sunday, November 16, 2025
Durgapur
haze
20.2 ° C
20.2 °
20.2 °
73 %
0kmh
0 %
Sun
21 °
Mon
28 °
Tue
28 °
Wed
29 °
Thu
29 °
Homeদুর্গাপুরদুর্গাপুর মহকুমা হাসপাতালের রক্তসংকট দূরীকরণে বণিকসভার মানবিক উদ্যোগ

দুর্গাপুর মহকুমা হাসপাতালের রক্তসংকট দূরীকরণে বণিকসভার মানবিক উদ্যোগ

-

দুর্গাপুর মহকুমা হাসপাতালের রক্তসংকট মোকাবিলায় এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করল দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার বেনাচিতি চেম্বার অফ কমার্স এর কার্যালয় আয়োজিত হলো এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত , দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত সহ অন্যান্য সদস্যরা ও বিশিষ্ট জনেরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুরের বণিক সভা সংগঠন ব্যবসার পাশাপাশি সামাজিক কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। আর এই ধরনের উদ্যোগ শুধু হাসপাতালের রক্ত সংকট দূর করেনা সমাজে মানবিকতার বার্তাও ছড়িয়ে দেয়।”

অন্যদিকে বণিকসভার সভাপতি চন্দন দত্ত বলেন, “প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজ করা হয়। সেইমতো মহকুমা হাসপাতালের রক্তের সংকট জানতে পারা মাত্র আমরা এই উদ্যোগ গ্রহণ করি।”

রক্তদান মানেই জীবন দান – এই চেতনা নতুনভাবে তুলে ধরল দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সমাজের প্রয়োজনে পাশে থাকার এই অঙ্গীকার দুর্গাপুরবাসীর মধ্যে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts