রাজ্য
দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী, দেওয়া হলো না পরীক্ষা
LCW Inda ডিজিটাল ডেস্কঃ পূর্ব বর্ধমানঃ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় স্কুলের সামনেই টোটো থেকে নামতে গিয়ে মারুতি গাড়ির ধাক্কা।গুরুতর জখম মাধ্যমিক পরীক্ষার্থী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।আহত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শুভদ্বীপ চক্রবর্তী।বাড়ি পূর্ব বর্ধমানের হাট সিমলার উত্তরপাড়া এলাকায়।সমুদ্রগড় উচ্চবিদ্যালয়ে সে পড়ত।এদিন সকালে ইউনাইটেড হাইস্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎই স্কুলের সামনে টোটো থেকে নামতেই পিছন দিক থেকে আসা একটি মারুতি গাড়ি তাকে ধাক্কা মারে।গুরুতর জখম হয় সে।. এদিন তার ভূগোল পরীক্ষা ছিল।ওই ছাত্র পরীক্ষা দিতে পারেনি।
