বেনাচিতি কল্যাণ সংঘে ভ্রাম্যমাণ বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির…




🩸West Bengal Voluntary Blood Donors Forum এর আসন্ন রাজ্য সম্মেলন সফল করার আবেদন নিয়ে রক্তদান শিবির –
🔅আজ ১৫/৩/২২ বেনাচিতি শ্রীনগরপল্লীতে কল্যান সংঘ এর উদ্যোগে নিজ ক্লাব প্রাঙ্গণে ভ্রাম্যমাণ বাসে আয়োজিত রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ২৩ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।
শিবিরের উদ্বোধন করেছেন দুর্গাপুরের মাননীয় মেয়র অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সুস্মিতা ভুই,২নং বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, FBDOI-WB এর সম্পাদক কবি ঘোষ, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক রাজেশ পালিত, বিশিষ্ট সমাজসেবী সুলতা দাস,মুনমুন দে,পার্থ প্রতিম কুন্ডু সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।
🔅কল্যাণ সংঘ এর পক্ষ থেকে সকল রক্তদাতা বন্ধুদের, অঅতিথিবৃন্দ এবং মেডিকেল টীম সদস্য বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।