দুর্গাপুর
মানবতার জন্য রক্তদান শিবির…
🧩মানবতার জন্য রক্তদান শিবির
🔅আজ ১১/৩/২২ রায়ডাঙ্গা রিক্রিয়েশন ক্লাব এর উদ্যোগে নিজ ক্লাবের হল ঘরে আয়োজিত রক্তদান শিবিরে ৫জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন।
🔅বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে
রায়ডাঙ্গা নিবাসী প্রাক্তন বিদ্যুৎ কর্মী
৬৫ বছর বয়সী কৃষ্ণ কান্ত রায় জীবনের ৫২ তম রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর টীম সাথীর স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেণ্টার রক্ত সংগ্রহ করেছে।
🔅রায়ডাঙ্গা রিক্রিয়েশন ক্লাব এর পক্ষ থেকে অপূর্ব পান্ডে ও দীপঙ্কর হালদার এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে
সারথী ঘোষ ও স্বস্তিকা ব্যানার্জি সকল রক্তদাতা বন্ধুদের এবং মেডিকেল টীম
সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।






