খেলাধুলা ও সুস্থ জীবন যাপনের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুর শহরে এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর। লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে একটি বেসরকারি বহুজাতিক শপিংমল জংশন মল এবং একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ ও মোহনবাগান ফ্যান্স ক্লাব দুর্গাপুর এই প্রতিযোগিতার আয়োজন করছে। আগামী দিনে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় এই ম্যারাথন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই উপলক্ষে বুধবার দুর্গাপুরের পার্বণ হোটেলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সেখানে ম্যারাথনের উদ্দেশ্য রুট ম্যাপ, অংশগ্রহণে নিয়মাবলী এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন লাইন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টড, দুর্গাপুর ম্যারাথন 5K পরিচালন কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী, দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাব এর পক্ষ থেকে সম্পাদক সুপ্রিয় গাঙ্গুলী, জাংশন মলের সিইও অরিজিৎ চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। লায়েন্স ক্লাব অফ দুর্গাপুর এর পরিচালন কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জি বলেন দুর্গাপুরের মতন একটি শিল্পনগরীতে এই ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ম্যারাথনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রতিবারের মতন এবারও ডায়াবেটিক সচেতনতা এবং গ্রিন দুর্গাপুর ক্লিন দুর্গাপুর করার লক্ষ্যে এবারের ম্যারাথন।

অন্যদিকে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টড জানান, “বর্তমান প্রজন্মকে মোবাইল কেন্দ্রিক ও স্থবির জীবন যাপন থেকে দূরে রেখে সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে খেলাধুলার মাধ্যমে একত্রিত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।” এদিন সাংবাদিক বৈঠকে দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের সম্পাদক সুপ্রিয় গাঙ্গুলী এই উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন, “খেলাধুলা শুধুমাত্র প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি শৃঙ্খলা, একতা এবং সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন বয়সের মহিলা এবং পুরুষ দৌড়বিদ্রা এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীদের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে আগামী ৮ই, ফেব্রুয়ারি- সকাল সাড়ে পাঁচ ঘটিকায় অনুষ্ঠিত হওয়া দুর্গাপুর 5K ম্যারাথনে এক হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। যার জন্য কোন প্রবেশ মূল্য লাগছেনা। প্রতিযোগীরা নাম নথিভুক্ত করাতে পারবেন সিটি সেন্টারে পার্বণ হোটেল এবং দুর্গাপুর জংশন মলে। ইতিমধ্যে দুর্গাপুর শহরের ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে তৃতীয় বর্ষের এই ম্যারাথন ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

