spot_img
Tuesday, September 9, 2025
Durgapur
haze
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
1.5kmh
75 %
Tue
32 °
Wed
34 °
Thu
34 °
Fri
33 °
Sat
33 °
Homeদুর্গাপুরডক্টর বিধানচন্দ্র রায়ের ১৪২ তম জন্ম দিবস উদযাপন

ডক্টর বিধানচন্দ্র রায়ের ১৪২ তম জন্ম দিবস উদযাপন

-

আজ ১লা জুলাই, ২০২৫ দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে রঘুনাথপুর মোড়ে অবস্থিত কংগ্রেস সেবাদল ভবনের সম্মুখে পশ্চিম বাংলার রূপকার তথা আধুনিক শিল্পশহর দুর্গাপুরের স্থপতি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রাযের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা  তরুণ রায় মহাশয়, উপস্থিত ছিলেন ইনটাক নেতা  রানা সরকার, দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার ও অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। কংগ্রেস নেতা তরুণ রায় ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপস্থিত অন্যান্য ব্যক্তিগণ ও ডাঃ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, এবং স্মৃতিচারণ করেন। তরুণ রায় তার বক্তব্যে বলেন, বর্তমান পশ্চিমবঙ্গ যে সঙ্কটময় পরিস্থিতি দিয়ে যাচ্ছে, এই সময় আমরা ডাঃ বিধান চন্দ্র রায়ের অনুপস্থিতি তীব্র ভাবে অনুভব করছি, তিনি নানান প্রতিকূলতা সত্ত্বেও রাজ্যে যে শিল্পায়নের জোয়ার এনেছিলেন এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছিলেন।

 তাই আজ এই মহামানবের জন্মদিবসে তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, তার জীবন আমাদের অনুপ্রেরণা হয় উঠুক এই মোর প্রার্থনা।” সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের মধ্যে চকোলেট ও মিষ্টান্ন বিতরণ করা হয়।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts