আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪তম রাইজিং ডে উপলক্ষে রবিবার অর্থাৎ ৭ ই সেপ্টেম্বর দুর্গাপুর মহকুমার আটটি ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এক আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা। ইস্পাত নগরীর বি জোনের কাশীরাম দাস রোড সংলগ্ন ক্রীড়া ময়দানে দুর্গাপুর থানা ও বি জোন আইসি’র পরিচালনায় আয়োজন করা হয় একদিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যে দলগুলি অংশগ্রহণ করেছে তারা যথাক্রমে – দুর্গাপুর হিরোজ, আইএন দিশারী সংঘ, দুর্গাপুর পুলিশ একাদশ, ভারতী ভলিবল ক্লাব, তানসেন অ্যাথলেটিক ক্লাব, আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব এবং সুভাষচন্দ্র বয়েজ ক্লাব।

ফুটবলে কি করে প্রতিযোগিতার সূচনা করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অন্তর্গত বিভিন্ন প্রাণীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, সি আই রণবীর বাগ সহ অন্যান্য আধিকারিকরা। সকাল থেকে আটটি দল একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর অবশেষে আমরা ক’জন বয়েজ ক্লাব এবং দুর্গাপুর দুর্গ পুলিশ একাদশ চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ে খেলতে নেমে দু দলের মধ্যে উপভোগ্য এবং হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যায়। চূড়ান্ত পর্যায়ের খেলার নির্ধারিত সময় সময়ে শেষ বাঁশি বাজায় আমরা ক’জন বয়েজ ক্লাব ৫-১ গোলে দুর্গাপুর পুলিশ একাদশকে পরাজিত করে ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফি দখল করে।

খেলার সমাপ্তিতে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৫০ হাজার টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্স দলের হাতে ৪০ হাজার টাকার নগদ এবং সুদৃশ্য ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দা টুর্নামেন্ট সহ চূড়ান্ত পর্যায়ে খেলার দুইদলকে হাতে ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন এদিন এই ফুটবল প্রতিযোগিতায় ছোট ছোট শিশুদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে প্রতিটি ক্লাবকে দুটি করে ফুটবল প্রদান করা হয়। প্রখর রোদের তাপকে উপেক্ষা করেও দুর্গাপুর থানা ও বিজন আইসি উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিল ক্রীড়া উৎসাহী ফুটবলপ্রেমী দর্শক।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর