পশ্চিমবঙ্গ খো – খো অ্যাসোসিয়েশনের অধীন পশ্চিম বর্ধমান জেলা খো – খো অ্যাসোসিয়েশনের পরিচালনায় আগামী ৯ই মে থেকে ১১ই মে পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ৩৬ তম আন্তজেলা খো – খো চ্যাম্পিয়নশিপ ২০২৫, আসন্ন এই আন্তজেলা খো – খো চ্যাম্পিয়নশিপ উপলক্ষে দুর্গাপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি নিত্যানন্দ ভট্টাচার্য সম্পাদক সঞ্জয় সিং সহ সংগঠনের অন্যান্য ব্যক্তিত্ব। ৩৬ তম আন্ত জেলা খো খো চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করে পশ্চিম বর্ধমান খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি নিত্যানন্দ ভট্টাচার্য এবং সম্পাদক সঞ্জয় সিং কি জানালেন শোনাবো আপনাদের। এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন জেলার পুরুষ বিভাগের ১৩ টি এবং মহিলা বিভাগের ১৫ টি দল অংশগ্রহণ করবে। ৩দিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের সমস্ত খেলা গুলি অনুষ্ঠিত হবে দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি রোডের ১২ নং স্ট্রীট অবস্থিত “দুর্গাপুর খো খো ক্লাব ময়দানে”।

আগামী ৯ই মে ঠিক বিকেল ৪ ঘটিকায় ৩৬ তম আন্ত জেলা খো খো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে, চলবে আগামী ১১ই মে পর্যন্ত। আগামী ১১ ই মে সন্ধ্যা সাত ঘটিকায় এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। খো খো খেলাকে সমৃদ্ধ ও ঐতিহ্যমন্ডিত করে তুলতে সকল ক্রীড়া উৎসাহী দর্শকদের উপস্থিতি টুর্নামেন্ট কমিটি একান্তভাবে কামনা করে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর