spot_img
Thursday, January 22, 2026
Durgapur
clear sky
20.3 ° C
20.3 °
20.3 °
25 %
2.9kmh
0 %
Thu
19 °
Fri
28 °
Sat
30 °
Sun
31 °
Mon
30 °
Homeদুর্গাপুর৪৩টি ওয়ার্ডে ৭৬ হাজার প্যাকেট জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি

৪৩টি ওয়ার্ডে ৭৬ হাজার প্যাকেট জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি

-

সদ্য নির্মিত হওয়া জগন্নাথ মন্দিরের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হলো দুর্গাপুরের ৩৫টি ওয়ার্ডের রেশনের দোকানগুলো থেকে। এদিন ৩৩ নম্বর ওয়ার্ড ফরিদপুরে রেশন দোকানে দেওয়া হলো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বেড়া গজা এবং জগন্নাথের ছবি। শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করতে দেখা গেল দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিয়া মুখোপাধ্যায়, দুর্গাপুরে মহকুমা শাসক চট্টোপাধ্যায় এবং দুর্গাপুর ইস্ট ও ওয়েস্ট রেশনিং আধিকারিক প্রশান্ত মহাপাত্র সহ অন্যান্যদের। এই প্রসাদ বিতরণ উপলক্ষে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের ৭৬টি রেশন দোকান থেকে প্রভু জগন্নাথ এর এই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে।

অন্যদিকে দুর্গাপুরের রেশনিং অফিসার প্রশান্ত মহাপাত্র জানান দুদিন ধরে দুর্গাপুরের রেশন ডিলারের মাধ্যমে প্রভু জগন্নাথের ৩৫ হাজার প্যাকেট মহাপ্রসাদ বিলি করা হবে।

এই মহাপ্রসাদ বিতরণ করা প্রসঙ্গে ৩৩ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার তনয় কুমার মন্ডল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি দুয়ারে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি চলছে।

দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের মধ্যে আজ ষোল হাজার প্যাকেট ৩৫টি রেশন ডিলারের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আগামী দিনে বাকি প্যাকেট বিতরণ করা হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ কে খুশি রেশন গ্রাহকরা। এদের মধ্যে অবশ্য দুজন এই মহাপ্রসাদের প্যাকেট গ্রহণ করেননি। প্রথম দফায় এই কর্মসূচি দুদিন ধরে চলবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts