রবিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর দুপুরে দুর্গাপুরের ঐতিহ্যবাহী আমরা ক’জন বয়স ক্লাব তাদের ৪৭ তম বর্ষের শ্যামা পূজার খুঁটি পুজো সম্পন্ন করল। ঢাকের বাজনা, মহিলাদের শঙ্খ ও উলুধ্বনির মধ্যে দিয়ে মহাসমারোহে সঙ্গে ২০২৫ এর কালীপুজোর মন্ডপ তৈরীর শুভ সূচনা হলো। আমরা ক’জন বয়েজ ক্লাবে কালীপুজো সম্পর্কে ক্লাব সভাপতি সন্দীপ দে বলেন, এই ক্লাব বরাবরই খেলাধুলার প্রতি বিশেষভাবে দৃষ্টিপাত করে আসছে। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকেন।

৪৭ তম বর্ষে আমরা ক’জন বয়েস ক্লাবের কালীপুজোর থিম এক টুকরো রাজস্থান। দুর্গাপুরের বিগ বাজেটের কালীপুজো গুলোর মধ্যে আমরা ক’জন বয়েজ ক্লাবের কালীপুজো অন্যতম।

তাই ক্লাব সদস্যদের দাবি এ বছরে তাদের মন্ডপের নজর কাড়া থিম ও আলোকসজ্জা অবশ্যই দুর্গাপুর বাসীর কাছে আলাদা মাত্রা যোগ করবে পুজোর কটা দিন ক্লাবের সাংস্কৃতির মঞ্চে চলবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর