দুর্গাপুর আনন্দমেলার চ্যারিটেবিল সোসাইটির উদ্যোগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান “সারাদিনের রবীন্দ্রনাথ”। দিনভর নানান সংস্কৃতি কর্মসূচির মাধ্যমে কবিকে স্মরণ করা হয় দুর্গাপুরের দেশবন্ধু ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি এবং কোক ওভেন থানার ভারতের আধিকারিক মইনুল হক সহ এলাকার বিশিষ্ট জনেরা।

কবিগুরুর স্মৃতিকে উজ্জ্বল রাখতে অবস্থিত হয় রবীন্দ্র সংগীত নৃত্য ও আবৃত্তি। বিশেষ মুহূর্তে অতিথিরাও দর্শক হয়ে থেমে থাকেননি। অতিথি কবি দত্ত, পঙ্কজ রায় সরকার ও মইনুল হক সহ সংস্থার সঙ্গীত শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। পাশাপাশি সবুজায়নের বার্তা দিতে সমাজসে মূলক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি ও গ্রহণ করা হয়। সমস্ত সভাপতি সুরজিৎ মুখার্জী ও সম্পাদিকা কাকলি মুখার্জি জানান বিগত আট বছর ধরে নিয়মিত কবি গুরুর জন্মদিনে রক্তদান শিবির এবং মহাপ্রয়াণ দিবসে গ্রহণ কর্মসূচির সঙ্গে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে আসছেন।
এদিনের অনুষ্ঠানে দুর্গাপুরের সংগীত নৃত্য ও বাদ্যযন্ত্র শিল্পীদের অংশগ্রহণে পরিবেশনা ছিল বিশেষ আকর্ষিত। কবিগুরুর স্মৃতিচারণায় সুরেলা মেলবন্ধন ঘটল শিল্প, সংস্কৃতি ও মানবিকতার।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর