
আগামী ৯ই জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকা সারা ভারত ধর্মঘটের সমর্থনে শুক্রবার বিকেলে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে বেনাচিতির পাঁচমাথা মোড় পর্যন্ত এক বিশাল পথযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। কসবার ল’কলেজ প্রসঙ্গে তৃণমূল এবং রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন,”কোনো কলেজে নির্বাচন হয় না। গুন্ডা বদমাশ আর ধর্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছে। শুধু কসবা ল’ কলেজ নয়, রাজ্যের সর্বত্রই থ্রেট কালচার চলছে। সেই জন্যই আদালত যেসব কলেজে নির্বাচন হয়নি সেগুলোতে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছে। সব কলেজের পঠন-পাঠন এবং শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব হচ্ছে বেআইনি কাজকর্ম চালানোর জন্য। ওরা তো আদালতের নির্দেশ মানে না। যদি মানত তাহলে তো এতদিনে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিয়ে দিতো। এদিন ভারতবর্ষের দশটি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রসঙ্গে মোঃ সেলিম বলেন,”শ্রমকোড বাতিল করতে হবে, শ্রমিকদের শোষণ করা চলবেনা। তাদের ন্যায্য অধিকার দিতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের ৮ ঘন্টার জন্য আমাদের লড়াই হয়েছিল কিন্তু এখন ১২ ঘন্টা বলা হচ্ছে। কৃষকদের ফসলের দাম বাড়াতে হবে। বেকার যুবক যুবতীদের কাজ দিতে হবে। এই দাবি নিয়েই ধর্মঘট হবে।

৯ জুলাই শুধুমাত্র শ্রমিক কৃষক নয়,কল কারখানা নয়, দোকান কর্মচারী তাদের ন্যায্য অধিকারের দাবিতে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সারা ভারত ধর্মঘটের সমর্থনে এদিনের এই মহা মিছিলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ১০টি সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পা মেলান।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর