গ্রীষ্মকালের সময়ে রক্তের সংকট একটি সাধারণ ঘটনা। এই সংকট মোকাবিলায় প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে দুর্গাপুর আগ্রহ স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ২২ শে জুন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্যদের অসাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। স্বেচ্ছায় রক্তদান শিবির প্রসঙ্গে দুর্গাপুর আগ্রহ সংগঠনের সম্পাদিকা রুমা দাস বলেন গ্রীষ্মকালীন রক্তের সংকট নিরসনে তাদের এই উদ্যোগ।

এই শিবিরে ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। যাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৪ জন মহিলা রক্তদাতা ছিলেন। যা যা নারীদের রক্তদানে অংশগ্রহণের একটি ইতিবাচক বার্তা বহন করে। রক্ত সংগ্রহ করতে সাহায্য করেন দুর্গাপুর মহকুমা ব্লাড ব্যাংক।

রক্তদান শেষে প্রত্যেক রক্তদাতা কে সম্মানপত্র স্মারক ও একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এই ধরনের উদ্যোগ শুধু রক্তের সংকট মেটাতেই নয় সমাজ সচেতনতা গড়ে তুলতে সহায়ক। দুর্গাপুর আকবর রোড গার্লস হাই স্কুলের প্রাক্তনীদের দ্বারা পরিচালিত দুর্গাপুর আগ্রহের এই উদ্যোগ নিঃসন্দেহে শিল্পাঞ্চলে প্রশংসার দাবি রাখে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর