দুর্গাপুর ইস্পাত নগরীর ডি সেক্টর মোড় সংলগ্ন এলাকায় শ্রী কৃতিরত্ন গৌড়ীয় মঠের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা এবার ২৭ তম বর্ষে পদার্পণ করলো। গৌড়ীয় মঠের রথ প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে ইস্পাত নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় গৌড়ীয় মঠে অস্থায়ী মাসির বাড়িতে রাখা হয়।

মঠের অধ্যক্ষ ভক্তিবেদান্ত শ্রী তীর্থ মহারাজ বলেন ২৭ শে জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত প্রতিদিন মঠে ভাগবত পাঠ, ভক্তিগীতি ও কীর্তন অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। শুক্রবার রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর