spot_img
Monday, September 8, 2025
Durgapur
haze
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.6kmh
40 %
Mon
33 °
Tue
35 °
Wed
36 °
Thu
31 °
Fri
33 °
Homeদুর্গাপুরদাবদাহে স্বস্তির পরশ বস্তিবাসী মানুষের মধ্যে ছাতা বিতরণ

দাবদাহে স্বস্তির পরশ বস্তিবাসী মানুষের মধ্যে ছাতা বিতরণ

-

যখন সূর্যের তেজে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন দুর্গাপুরের বস্তিবাসীদের জীবনে একটু স্বস্তির পরশ নিয়ে এলো এক অনন্য মানবিক উদ্যোগ। দুর্গাপুরের জনপ্রিয় ও বিশ্বস্ত ইলেকট্রনিক্স আইটেমের প্রতিষ্ঠান অনুরাগ ইনফোমার্ট  সম্প্রতি রথযাত্রার পবিত্র দিনে তাদের চন্ডীদাস বাজারের শাখা থেকে এক বিশেষ মানবিক কর্মসূচির মাধ্যমে বস্তিবাসীদের মধ্যে বিনামূল্যে ছাতা বিতরণ করেছেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায় মানুষদের দাবদাহ থেকে কিছুটা আরাম পৌঁছে দেওয়া বস্তি অঞ্চলে খেটে খাওয়া মানুষের বেশিরভাগই খোলা আকাশের নিচে কাজ করেন যাদের মাথার উপর ছায়া বলে কিছুই নেই। তাদের কষ্টের কথা অনুরাগ ইনফোমার্ট এর কর্ণধার অমিতাভ দাস ও সঞ্জয় খান সহ অন্যান্য কর্মীবৃন্দ এগিয়ে আসেন এই মহৎ উদ্যোগ নিয়ে। অনুরাগ ইনফোমার্ট এর কর্ণধার জানান শুধু ব্যবসা করাই তাদের লক্ষ্য নয় সমাজের প্রতি দায়িত্ব পালন করাও তাদের কর্তব্য। তারা বিশ্বাস করেন ছোট্ট একটি পদক্ষেপ কারোর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

এই উদ্যোগ শুধুমাত্র একটি ছাতা বিতরণ নয়, এটি ছিল ভালোবাসা, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। এমন একটা মানবিক প্রচেষ্টা সমাজের আরও অনেককে অনুপ্রাণিত করবে বলেই তাদের বিশ্বাস। অসহায় দরিদ্র মানুষদের কাছে ছাতা যেন তাদের আশার প্রতীক।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts