দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় এবং বিগ বাজেটের দুর্গা পূজা উদ্যোক্তা চতুরঙ্গ দুর্গোৎসব কমিটি তাদের ৩৮ তম বর্ষের দুর্গাপুজার সূচনা করলো খুঁটি পূজার মাধ্যমে। বাঙালি শ্রেষ্ঠ উৎসবের এই প্রারম্ভিক লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ADDA ‘র চেয়ারম্যান কবি দত্ত, এস এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ বিশিষ্টজনেরা।

পুরোহিতের বৈদিক মন্ত্র ঢাকের বাদ্যি শঙ্খ ও উলুধ্বনি দিয়ে শুরু হয় এবারের পূজোর পথচলা। এবারের পুজো সম্পর্কে চতুরঙ্গ দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য কবি দত্ত বলেন, “পশ্চিমবঙ্গ : স্বনির্ভরতার পথে”। এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কর্মকাণ্ড তাদের আত্মনির্ভরশীলতা ও সাফল্যের কাহিনী।

চতুরঙ্গ দুর্গোৎসব কমিটি এবারের পূজোর মাধ্যমে মানুষের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ার এক বার্তা দিতে চান যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সৃষ্টিশীলতা পরিশ্রম আর আত্মবিশ্বাসকে মণ্ডপ ও আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরবেন। চতুরঙ্গ সব সময় তাদের থিম নির্বাচনে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করে এসেছে এবারও তার ব্যতিক্রম হবে না এই পুজো শুধু ভক্তির নয় এক সামাজিক দায়িত্ব পালনের উদাহরণ হিসেবেও দেখা দিতে পারে। যা শিল্পাঞ্চল ছাড়াও জেলার বুকে এক নিদর্শন স্বরূপ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর