দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় বুধবার অর্থাৎ ২রা জুলাই থেকে শুরু হল সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ২০২৫-২৬। প্রথম ডিভিশনের মোট দশটা টিম নিয়ে দুটি গ্রুপের খেলা হবে দুর্গাপুরের চারটি মাঠে। মাঠগুলি যথাক্রমে অ আ ক খ কালচারাল ক্লাব, গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব, এমএএম সি ও শ্রমিক মঙ্গল মাঠ।

প্রথম ডিভিশন ফুটবল লীগে প্রথম খেলায় মুখোমুখি হয় উত্তর পল্লী নাইন স্টার ক্লাব ও সুপ্রিয় সংঘ। প্রথম অর্ধে সুপ্রিয় সংঘ ১ গোল দিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সেই গোল পরিশোধ করে দলকে সমতায় আনে উত্তর পল্লী নাইন স্টার ক্লাব। খেলা শুরু থেকেই দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। খেলা শেষ বাঁশি বাজায় সুপ্রিয় সংঘ ও উত্তরপল্লী নাইন স্টার ক্লাব দুটি দলকেই ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এদিন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন অনিল কোড়া, বরুন দাস ও সময় চট্টরাজ।

বৃহস্পতিবার অর্থাৎ ৩রা জুলাই প্রথম ডিভিশন লীগের দ্বিতীয় খেলায় গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে পরস্পর মুখোমুখি হবে দুর্গাপুর টাউন ক্লাব এবং অরুণ স্মৃতি পাঠাগার। আগামী ৬ জুলাই থেকে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ১৬ টি দল নিয়ে ২টি গ্রুপে সুপার ডিভিশনের লীগ পর্যায়ের খেলা গুলি শুরু হবে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর