দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লীগের দ্বিতীয় দিনের খেলায় দুর্গাপুরের গ্যামন ব্রিজ ক্লাব ফ্রেন্ডস ক্লাবের মাঠে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুর টাউন ক্লাব এবং অরুণ স্মৃতি পাঠাগার। শুরু থেকেই দু দলের মধ্যে রুদ্ধশ্বাস ফুটবল দেখতে পায় মাঠে উপস্থিত দর্শকরা। দু দলের মধ্যে বল দখলের লড়াই যথেষ্ট থাকলেও সুযোগ পেয়েও কোনো দলই গোল করতে সক্ষম হয় নি।

খেলার শেষ বাঁশি বাজায় দুর্গাপুর টাউন ক্লাব ও অরুন স্মৃতি পাঠাগারের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। দুটি দলকে ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজ ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সম্রাট ঘোষাল, জিতেন রুইদাস ও পার্থসারথি ব্যানার্জি।আগামীকাল প্রথম ডিভিশন ফুটবল লিগে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে অআকখ মাঠে নামবে উদয় সংঘ ও দুর্গাপুর কিশলয় ক্লাব।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর