দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসবেন এমনটাই সূত্র মারফত খবর। এবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তিনি জনসভা করবেন। যার মধ্যে সম্ভবত দুর্গাপুরে একটি সভা হবে। প্রধানমন্ত্রীর এই সভা কে সফল করতে কোমর বেধে নেমে পড়েছেন গেরুয়া বাহিনী। সূত্রমতে জানা গেছে ১৮ই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। রাজ্যের একাধিক জায়গায় তার সভা করার কথা রয়েছে সদ্য রাজ্য বিজেপিতে বড় রদবদল এসেছে ২৬ এর বিধানসভার নির্বাচনের আগে বিজেপি নেতা সমীক ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি করা হয়েছে, তাকে পাশে বসিয়ে এই সভা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সফল সূচির মধ্যে দুর্গাপুরও থাকতে পারে বলে সুত্র মঠ জানা আছে উল্লেখ্য ২০১৯ সালের ৩রা ফেব্রুয়ারি দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ২০২৫ এর ১৮ জুলাই আবার দুর্গাপুর আসতে পারেন বলে দলীয় সূত্রে খবর। দুর্গাপুরের বিজেপি কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর একটি জনসভা করতে পারেন, যার জন্য বেছে নেওয়া হয়েছে নেহেরু স্টেডিয়াম। সম্ভবত সেই কারণে শনিবার একটি পরিদর্শক দল নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন সেই দলে ছিলেন সতীশ ধন্দ, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, বিজেপি নেতা অভিজিৎ দত্ত, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য কমিটির যুব মোর্চার সদস্য পারিজাত গাঙ্গুলী সহ প্রমুখ।

জানা যায় এই জনসভা থেকে বেশ কিছু চমক দেবেন প্রধানমন্ত্রী ঘোষণা করবেন বেশ কিছু প্রকল্প ও কর্মসূচি। উল্লেখ্য গত ২৯শে মে তারপর ২০ শে জুন এরপর ১৮ জুলাই প্রতিমাসে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি, রাজনৈতিক মহলে একাংশ মনে করছেন ২৬ শে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ময়দানে নেমে পড়েছেন মোদি। অন্যদিকে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস, তার আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর