৬ ই জুলাই থেকে শুরু হয়ে গেল দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লীগ ২০২৫। ১৬ টি টিম নিয়ে ২ টি গ্রুপে খেলা শুরু হল। একটি গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে এবং অন্যটি অ আ ক খ কালচারাল ক্লাবের মাঠে। গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে মুখোমুখি হয় দুর্গাপুর এরিয়ান ক্লাব ও বটতলা ইয়ং ফ্রেন্ডস। এই খেলায় দুর্গাপুর এরিয়ান ক্লাব ৩-০ গোলে পরাজিত করে প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট ঘরে তুলে নেয়। এরিয়ানের ৩ টি গোল করে কৃষাণ বদ্যাকর, দেবদাস বাস্কেে ও রুবেন রায়। এই ম্যাচটি পরিচালনা করেন সন্ময় চট্টরাজ, মুকুল মাঝি ও সুজয় গোস্বামী।

অন্যদিকে অ-আ-ক-খ কালচারাল ক্লাবের মাঠে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে অ আ ক খ কালচারাল ক্লাব ও পলাশ দিয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। এই খেলায় অ-আ-ক-খ কালচারাল ক্লাব ৭-০ গোলে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে প্রথম ম্যাচে তিনটি পয়েন্ট ঘরে তুলে নেয়। গোলগুলি করেন যথাক্রমে রবিন হেমব্রম দুটি, ফুর্গাল মান্ডি দুটি, সুনিরাম হেমব্রম একটি, অনুপ হাঁসদা একটি এবং অনিমেষ মুর্মু একটি আত্মঘাতী গোল করে। এই খেলাটি পরিচালনা করেন ইন্দ্রজিৎ ব্যানার্জি, বাবলু কর্মকার ও বরুণ দাস।

আগামীকাল অর্থাৎ সুপার ডিভিশনের দ্বিতীয় দিনের খেলা এম এ এম সি মাঠে অনুষ্ঠিত হবে আমরা কজন বয়েজ ক্লাব এবং পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমির মধ্যে। একই দিনে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে তানসেন অ্যাথলেটিক ক্লাব ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মধ্যে খেলা।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর