সিভিক ভলেন্টিয়ার এর মানবিক কৃতিত্ব হারিয়ে যাওয়ার সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল দুর্গাপুর ট্রাফিক গার্ডের দুই সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত বেনচিতি বাজারে শালবাগান মোড়ে। সকাল থেকেই শিশুটি নিখো ছিল এরপর পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করে। অন্যদিকে এক টোটো চালক ১৯ নম্বর জাতীয় সড়কের উপর একটি বাচ্চাকে ঘোরাঘুরি করতে দেখে তাকে সযত্নে নিয়ে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক গার্ডের হাতে তুলে দেয়।

এরপর ট্রাফিক গার্ডের সিভিক গৌরাঙ্গ বিশ্বাস ও রোহিত মন্ডল, দুজনে এ জোন ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটিকে তার মায়ের হাতে ফিরিয়ে দেওয়া হয়। চার বছরের শিশুটি ভিরিঙ্গি চাষিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এর এই ধরনের মহানুভব উদ্যোগে আপ্লুত শিশুর মা। উল্লেখ্য তিন দিন আগে বেনাচিতি থেকে দুর্গাপুরগামী মিনিবাসে এক মহিলা তার মোবাইল ফোন হারিয়ে ফেলে। গান্ধী মোড়ে নেমে ওই মহিলা তার মোবাইল ফোন না পাওয়ায় সেখানে ডিউটিতে থাকা।

ট্রাফিক গার্ডের শরণাপন্ন হয়। খবর পাওয়া মাত্র সেখানে ডিউটিতে থাকা ২ জন, কনস্টেবল সৌরভ দাস এবং সিভিক ভলেন্টিয়ার গৌরাঙ্গ বিশ্বাস তড়িঘড়ি বাইকে করে গিয়ে সেন্ট্রাল লাইব্রেরী মোড়ে সিগনালে দাঁড়িয়ে থাকা মিনিবাস থেকে মোবাইলটি উদ্ধার করে পলাশডিহার ওই মহিলার হাতে ফিরিয়ে দিয়েছে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের সিভিকদের এই উদ্যোগ উদ্যোগে সাধুবাদ জানিয়েছে শিল্পাঞ্চলবাসী।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর