আজ ৮ই জুলাই রাজ্যের প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। আর এই দিনটির সঙ্গে শহীদ আসিস জব্বরের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে হিন্দুস্তান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাবের সহযোগিতা দুর্গাপুর ইস্পাত আবাসনের লাল ময়দানে শুরু হয় ঐতিহ্যবাহী নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক সীমান্ত চ্যাটার্জী বলেন বারোটি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হলো, এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ই আগস্ট।

আজ উদ্বোধনী খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুর হিরোজ এবং সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। আজকের খেলায় আমন্ত্রিত অতিথি দুর্গাপুর ইস্পাত সংস্থার আধিকারিক আর রামকৃষ্ণান সহ অন্যান্য অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারার পর খেলা শুরু হয়। বৃষ্টি ভেজা মাঠে দুদলের মধ্যে বল দখলের কঠিন লড়াই ছিল। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় সমাপ্ত হয়। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় খেলতে নেমে মুহুর্মুহু আক্রমণ করতে থাকে দুর্গাপুর হিরোজ ক্লাব।

আর তার সুবাদে একটি অনবদ্য গোল পেয়ে যায় তারা। ফলে এক শূন্য গোলে এগিয়ে যায় দুর্গাপুর হিরোজ ক্লাব। খেলার একমাত্র গোলটি করে দুর্গাপুর হিরোজ ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় সঞ্জু বাগদি। সুভাষচন্দ্র বোস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে দুর্গাপুর হিরোজ ক্লাব। খেলায় আজকের খেলায় ম্যাচ পরিচালনা করেন সম্ময় চট্টরাজ, তাপস কেশ ও ইন্দ্রজিৎ ব্যানার্জি। প্রথম দিনের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হয় দুর্গাপুর হিরোজ ক্লাবের সঞ্জু বাগদি।

আগামী ১০ই জুলাই এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হবে আমরা ক’জন বয়েজ ক্লাব এবং উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার। প্রতিদিন খেলা শুরু হবে ঠিক সাড়ে তিন ঘটিকায়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর