সারাদেশ জুড়ে ১৭ দফা দাবিতে দশটি শ্রমিক সংগঠনের ডাকে আজ বন্ধ পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দুর্গাপুর ব্লকের গোগলা অঞ্চলে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। সাধারণভাবে বন্ধের দিন যেখানে স্কুল, কলেজ, অফিস ও ব্যাংকের কাজকর্ম ব্যাহত হয় সেখানে গোগলা অঞ্চলে সকল প্রতিষ্ঠানই খোলা ছিল। এমনকি এখানকার মাধাইপুর কোলিয়ারিতে স্বাভাবিকভাবে উত্তলণের কাজ চলছে পুরোদমে এমনটাই জানিয়েছেন খনি শ্রমিকরা।

এদিন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান মূলত সিপিএমের ডাকা এই বন্ধকে নস্যাৎ করে দিয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলা অঞ্চল। শুধুমাত্র এই রাজ্যে নয় সারা ভারতবর্ষ থেকে সিপিএম দলটা মুছে গেছে। তাই তাদের ডাকা বন্ধেরও কোন অস্তিত্ব নেই এই অঞ্চলে।

এদিন গোগলা অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। উল্লেখযোগ্য যে যখন রাজ্যের বিভিন্ন অংশে বন্ধের কারণে যান চলাচল ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত, তখন গোগলার স্বাভাবিক জীবন যাপন এক ভিন্ন বার্তা বহন করেছে ।
সমরেন্দ্র দাস, Lcw India