সারাদেশ জুড়ে ১৭ দফা দাবির ভিত্তিতে দশটি ট্রেড ইউনিয়নের ডাকা হরতালের মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় পশ্চিমবঙ্গে। প্রবল বর্ষণ কে উপেক্ষা করে রাস্তায় নেমেছিল বন্ধ সমর্থনকারীরা। দুর্গাপুরে বিভিন্ন জায়গায় কোথাও বন সমর্থনকারীদের সঙ্গে পুলিশের এবং কোথাও বন্ধ সমর্থনকারী বাম শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে রাজ্যের শাসক দল অনুমোদিত শ্রমিক সংগঠন INTTUC র কর্মীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কির মত ঘটনা ঘটে।

কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দাবি তোলেন বন্ধ সমর্থককারীরা তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থকে উপেক্ষা করে নীতি নির্ধারণ করছে। তারা দাবি তোলেন ন্যূনতম মজুরি বৃদ্ধি শ্রমিকদের স্থায়ীকরণ এবং বেসরকারিকরণের বিরোধিতা ও শ্রমকোড আইন বাতিলের দাবিতে তাদের এই বন্ধ যথার্থ।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে বিভিন্ন না ঘটানোর জন্য আগেই জানানো হয়েছিল। সে কারণেই বন্ধের বিরোধিতায় পথে নেমেছিল শাসকদলের অনুমোদিত শ্রমিক সংগঠন আইএনটি টিউসি। সব মিলিয়ে দুর্গাপুরে বন্ধের মিশ্র প্রভাব দেখা দিয়েছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর