কেন্দ্রীয় সরকার সম্প্রতি শ্রম কোড আইন বাতিল করে চারটি শ্রম কোড তৈরি করেছে। নতুন শ্রম কোড সম্পূর্ণরূপে শ্রমিক বিরোধী তা বাতিলের দাবিতে সিটু সহ ১০ টি ট্রেড ইউনিয়ন বুধবার দেশ জুড়ে ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘট ঘোষণা করে। যথারীতি বন্ধের বিরোধিতা করে রাজ্যের তৃণমূল সরকার। এই বন্ধের অংশ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নামেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন আন্দোলনকারীরা একটি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ গড়ে তোলার চেষ্টা করে।

এরপর পুলিশ ঘটনাস্থল থেকে অবরোধকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বছসা এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারজন বাম সংগঠনের কর্মীকে গ্রেফতার করে। আন্দোলনকারীদের তরফে বাম শ্রমিক সংগঠনের নেতা সুপ্রিয় রায় জানান শ্রম কোডগুলি শ্রমিকদের অধিকার খর্ব করবে এবং কর্পোরেট পন্থী নিজেকে মদত দেবে। তারা জানান এ আইন গুলি বাতিল না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

বাম সংগঠনগুলির তরফে জানানো হয়েছে পুলিশ অকারণে শান্তিপূর্ণ আন্দোলনের হস্তক্ষেপ করেছে এবং অন্যায় ভাবে তাদের কর্মীদের গ্রেফতার করেছে। তারা গ্রেফতার কর্মীদের নিঃশর্ত মুক্তি ও পুলিশের ভূমিকার নিন্দা জানান। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষার্থেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণ পদ্ধতিতে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়েছে।।