আগামী ২০২৬ সালে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে পাণ্ডবেশ্বরে আবারো ভাঙ্গনের মুখে বিজেপি। বুধবার এক যোগদান কর্মসূচিতে বিজেপি নেতা অনুপ সাঁইয়ের নেতৃত্বে ২ বিজেপি নেতা সহ ১০০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি কমিউনিটি হলে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

এই যোগদান অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেন অনুপ সাঁই, তিনি অভিযোগ করেন জিতেন্দ্র তেওয়ারির মতো নেতারা তৃণমূল থেকে এসে বিজেপিকে ধ্বংস করেছে। আমরা আর সেই বেইমানদের সঙ্গে থাকতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে চাই। তাই আজ তৃণমূলে যোগ দিলাম। অন্যদিকে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান এটা শুধু ট্রেলার মাত্র এখনো বহু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। খুব শীঘ্রই তাদেরও দলে নেওয়া হবে।

এই ঘটনাকে ঘিরে পাণ্ডবেশ্বর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে শাসক দলের পক্ষ থেকে এটিকে উন্নয়নের প্রতি আস্থা বলে দাবি করা হলেও, বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সমরেন্দ্র দাস, Lcw India পাণ্ডবেশ্বর