spot_img
Monday, September 8, 2025
Durgapur
mist
26.2 ° C
26.2 °
26.2 °
100 %
1.5kmh
40 %
Mon
34 °
Tue
35 °
Wed
35 °
Thu
33 °
Fri
32 °
Homeদুর্গাপুর২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে দুর্গাপুর এরিয়ান ক্লাব

২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে দুর্গাপুর এরিয়ান ক্লাব

-

ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন লালা রাজপথ রায় রাই ক্রীড়াঙ্গনে চলছে শহীদ নিমাই অধিকারী এবং পরিতোষ ভট্টাচার্য ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এই টুর্নামেন্টের আজ অর্থাৎ ১৬ই জুলাই, দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল দল তানসেন অ্যাথলেটিক ক্লাব ও দুর্গাপুর এরিয়ান ক্লাব।

খেলার শুরু থেকেই মাঠের দখল নিয়েছিল দুর্গাপুর এরিয়ান ক্লাব। এর ফলে খেলার প্রথমার্ধেই দুর্গাপুর এরিয়ান ক্লাবের পক্ষে দুটি গোল করেন তারক ঘোষ এবং দেবদাস বাস্কে। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, দ্বিতীয়ার্ধেরর খেলায় খেলতে নেমে বেশ চনমনে দেখাচ্ছিল তানসেন অ্যাথলেটিক  ক্লাবের ফুটবলারদের। আর আক্রমণাত্মক ফুটবল খেলে গোল করেন পরিবর্ত খেলোয়াড় সুমন হাঁসদা। খেলার ফলাফল দাঁড়ায় তানসেন ১ এবং দুর্গাপুর এরিয়ান ক্লাব ২ গোল। খেলার শেষ বাঁশি বাজায় দুর্গাপুর এরিয়ান ক্লাব ২-১ জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হয় দুর্গাপুর এরিয়ান ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় দেবদাস বাস্কে, তার হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় মান্তু পন্ডিত। আজকের খেলায় ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় গোস্বামী, বরুন দাস ও অমিত কোনার।

আগামীকাল এই টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবেন দুর্গাপুরের আরো দুই খ্যাতনামা ফুটবল দল দুর্গাপুর টাউন ক্লাব এবং গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব, বিকেল চার ঘটিকায়।

সমরেন্দ্র দাস, , Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts