হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের লাল ময়দানে অনুষ্ঠিত শহীদ আশিস জব্বর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল ক্লাব আইএন দিশারী সংঘ এবং তানসেন অ্যাথলেটি ক্লাব। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে বল দখলের লড়াই নিয়ে উন্মাদনা ছিল চরমে। খেলার প্রথমার্ধে আইএন দিশারী সংঘ এক গোলে দলকে এগিয়ে দেয়। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা

দ্বিতীয়াআর্ধে খেলতে নেমে বেশ কয়েকটি আক্রমণ চালায় তানসেন অ্যাথলেটিক ক্লাব, কিন্তু তাতে কোন গোল পরিশোধ হয়নি। মূল পর্বের খেলায় সংযোজিত পাঁচ মিনিট অতিরিক্ত সময়ে আইএন দিশারী ক্লাবের ফুটবলাররা আরও একটি গোল করে দলকে নিশ্চিত জায়গায় পৌঁছে দেয়। ফলাফল দাঁড়ায় আই এন দিশারী সংঘ ২ এবং তানসেনাথেটিক ক্লাব ০।

খেলার শেষ বাঁশি বাজায় আই এন দিশারী সংঘ ২-০ গোলে তানসেন অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ৬ই আগস্ট এই টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় আই এন দিশারী সংঘের মুখোমুখি হবে উখড়া পূজারী ফুটবল কোচিং সেন্টার। চূড়ান্ত পর্যায়ে খেলাটি দুর্গাপুরের রানা প্রতারণা রোডের লাল ময়দানে অনুষ্ঠিত হবে ঠিক বিকেল ৩ ঘটিকায়। আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আই এন দিশারী ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় ভৈরব টুডু।

প্রবল বর্ষণকে উপেক্ষা করেও মাঠে উপস্থিত হয়েছিল প্রচুর সংখ্যায় ক্রীড়া প্রেমী ফুটবল উৎসাহী দর্শক।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর