spot_img
Wednesday, September 3, 2025
Durgapur
haze
30.2 ° C
30.2 °
30.2 °
74 %
7.7kmh
75 %
Wed
29 °
Thu
32 °
Fri
32 °
Sat
34 °
Sun
34 °
Homeদুর্গাপুররেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের গণেশ পুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো

রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের গণেশ পুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো

-

শনিবার সকালে, দুর্গাপুরের চিত্রালয় সংলগ্ন রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাব তাদের অষ্টম বর্ষের গণেশ পুজোর প্রস্তুতির সূচনার এক গুরুত্বপূর্ণ ধাপ খুঁটি পুজো সম্পন্ন  করে। এ বছরে তাদের পুজোর থিম কোচবিহারের  রাজবাড়ী – যা বাংলার ইতিহাস স্থাপত্যের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। খুঁটি পূজার মাধ্যমিক ক্লাবের তরফে মন্ডপ নির্মাণের শুভ সূচনা করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষাল, বান্টি সিং, প্রাক্তন পুরোমাতা মনি দাশগুপ্ত সহ ক্লাবের সকল সদস্যরা।

খুঁটি পুজো উপলক্ষে ক্লাব চত্বরে এক চমৎকার সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে। সদস্যদের উৎসাহ স্থানীয় মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। এ বছরের পূজো শুধু থিম ভিত্তিক নয়, ক্লাবের তরফ থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খুঁটি পুজো সম্পর্কে ক্লাব সদস্য প্রিন্স জানান এবছর তাদের গণেশ পূজো অষ্টম বর্ষে পদার্পণ করল।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয় আমরা চাই পুজো শুধু আনন্দের নয়। শিক্ষামূলক ও সমাজ সেবামূলক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। কোচবিহারের রাজবাড়ির ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া উদ্দেশ্যে এই থিম নির্বাচন করা হয়েছে। রেড রোজ বেঙ্গল ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে  দুর্গাপুরে গণেশ পুজোর মানচিত্রে উজ্জ্বল সংযোজন হতে চলেছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts