দুর্গাপুরের নব তরুণ সূর্যসেন কলোনি গোল্ডেন ক্লাবের গণেশ পুজো এবার ১৭ তম বর্ষে পদার্পণ করলো। আর এই বর্ষে এক নতুন চমক নিয়ে আসছে ক্লাব কর্তৃপক্ষ। রবিবার আয়োজন করা হলো তাদের গণেশ পূজার খুঁটি পুজো যাকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ।

এবারের বিশেষ আকর্ষণ ১৭ ফুট উচ্চতার বিশাল গণেশ মূর্তি যা নিঃসন্দেহে দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। শুধু তাই নয় প্যান্ডেলের ডিজাইনেও থাকছে ব্যতিক্রমী উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরের আদরে তৈরি হচ্ছে এবারের মন্ডপ। ক্লাব সদস্যরা জানিয়েছেন দুর্গাপুরবাসীর জন্য এই এক অনন্য অভিজ্ঞতা হবে। ক্লাবের এক মুখপাত্র জানান আমরা সবসময় চেষ্টা করি কিছু আলাদা ও দর্শনীয় উপহার দিতে এবার থিম ও প্রতিমা উভয়ই দর্শণার্থীদের মন জয় করে বলেই আমাদের বিশ্বাস।

খুঁটি পূজার দিনটিতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমাজসেবী সংস্থা উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্লাবের তরফে নেওয়া হয়েছে উপযুক্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা দুর্গাপুরের গণেশ পূজার মানচিত্রে নব তরুণ সূর্যসেন কলোনির গোল্ডেন ক্লাব ইতিমধ্যে এক বিশেষ স্থান অধিকার করেছে। এবছর তাদের ১৭তম বর্ষে এই বিশেষ আয়োজন শহরের মানুষের আগ্রহ চোখে পড়ার মতন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর