দুর্গাপুরে বেনাচিতির শালবাগান এলাকায় নেমে এলো চাঞ্চল্য ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। অন্ধকার গলির ড্রেনের ভেতর থেকে ভেসে আসে করুন কান্নার আওয়াজ! মুহূর্তের মধ্যে স্তম্ভিত সকলে, তারা দেখেন প্লাস্টিকে ভেতরে মোড়ানো অবস্থায় পড়ে আছে এক নবজাতক। সঙ্গে সঙ্গেই উদ্ধার করে স্থানীয়রা। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অরুন বলেন কোথাও একটা শিশুর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। খোঁজাখুঁজির পর দেখা যায় অন্ধকার গলিতে ড্রেনের মধ্যে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে আওয়াজ আসছে। তারপর তাকে উদ্ধার করা হয়।

খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় পুলিশ এসে নবজাতককে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে শিশুটিকে। হাসপাতাল সূত্র জানা গেছে শিশুটি বিপদমুক্ত হলেও নিয়মিত পর্যবেক্ষণ রাখা হচ্ছে। কে বা কারা এভাবে নিষ্পাপ শিশুটিকে পরিত্যাগ করল? তা খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান জন্মের পরই শিশুটিকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে ।

ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা জুড়ে এলাকায় তীব্র ক্ষোভের পাশাপাশি নিন্দার ঝড় উঠেছে! প্রশ্ন উঠেছে মায়ের কোলের উষ্ণতা থেকে কে বা কেন এমন নির্মমভাবে শিশুটিকে ড্রেনের অন্ধকারে নিক্ষেপ করল?? সমাজের কোথাও কি ভেঙ্গে পড়েছে মানবিকতার প্রাচীর????
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর