শুক্রবার সাত সকালে মিনি বাস ধাক্কা মারলো ভগৎ সিং স্টেডিয়ামের কাছে বাসস্ট্যান্ডে, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে সকলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচন্ড গতিসম্পন্ন দুর্গাপুর থেকে রানীগঞ্জ গামী মিনি বাসটি আচমকা মহকুমা শাসকের ভবন পার হওয়ার পরেই হঠাৎই বাস চালক অসুস্থ হয়ে পড়ে, এরফলে বাসটি সজোরে ধাক্কা মারে ভগৎ সিং স্টেডিয়ামের সামনের বাসস্ট্যান্ডে।

দুর্ঘটনায় গুরুতর আহত মিনিবাসের চালক কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় মিনিবাসের ছয় থেকে সাত জন যাত্রী আহত হয়েছেন। আহত সকল যাত্রীদের সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের কথা অনুযায়ী তিনি হঠাৎ করেই প্রচন্ড অসুস্থ বোধ করেন, এর পরে আর তিনি কিছু জানেন না।

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পেয়েছে বাস চালক সহ বাসে থাকা সকল যাত্রীরা।
ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর