দুর্গাপুরের খ্যাতনামা ঐতিহ্যবাহী ক্লাব “আমরা কজন বয়েজ ক্লাব” এর প্রতিষ্ঠা দিবস এবং প্রতিষ্ঠাতা স্বর্গীয় প্রশান্ত মজুমদারের জন্মদিন উপলক্ষে এবারও সপ্তাহব্যাপী নানান সামাজিক ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন দুর্গাপুরের বিভিন্ন এলাকার শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে চারটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ক্লাবের প্রতিষ্ঠাতা প্রশান্ত মজুমদারের জন্মদিনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ মিলে প্রায় ৮০ জন রক্ত দাতা সমাজ কল্যাণে এগিয়ে আসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ক্লাব সভাপতি ও বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি, সমাজসেবী রমাপ্রসাদ হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। সকল অতিথি বৃন্দ স্বর্গীয় প্রশান্ত মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠান সম্পর্কে আমরা ক’জন বয়েজ ক্লাবের সম্পাদক জয়ন্ত মজুমদার জানান, “প্রতিবছরই এই বিশেষ দিনে নানা সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়। খেলাধুলা সুনাম অর্জনের পাশাপাশি সারা বছর আমরা সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আমরা ক’জন বয়েজ ক্লাবের খেলাধুলাতে যথেষ্ট সুনাম রয়েছে। শুধু খেলাধুলাতেই নয়, সমাজসেবা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে বিশেষ মর্যাদা অর্জন করেছে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর