spot_img
Wednesday, September 10, 2025
Durgapur
overcast clouds
27.9 ° C
27.9 °
27.9 °
79 %
2.3kmh
100 %
Thu
35 °
Fri
34 °
Sat
33 °
Sun
33 °
Mon
30 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে দুদিন ব্যাপী রাষ্ট্রায়ত্তর ইন্ডিয়ান ব্যাংকের সম্পত্তি মেলা

দুর্গাপুরে দুদিন ব্যাপী রাষ্ট্রায়ত্তর ইন্ডিয়ান ব্যাংকের সম্পত্তি মেলা

-

দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে দুই দিনব্যাপী সফলভাবে অনুষ্ঠিত হয় রাষ্ট্রায়ত্তর ইন্ডিয়ান ব্যাংকের সম্পত্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল হেড অনির্বাণ দত্ত, ডেপুটি জেনাল হেড নীলেশ কুমার, দুর্গাপুরের এজিএম তন্ময় দে সরকার, প্রবীণ কুমার চিফ রিকভারি ম্যানেজার আসানসোল সহ আসানসোল ডিভিশনের রিকভারি ও ইন্ডিয়ান ব্যাংকের আধিকারিকগণ। এই অনুষ্ঠানে প্রধানত পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও পুরুলিয়া জেলার মোট ৪৫ টি সম্পত্তির মালিককের গৃহঋণ সম্পর্কিত অর্থ সময়মতো পরিশোধ না করায় ওই ৪৫টি সম্পত্তি ব্যাংকের দখলে চলে আসে। উক্ত সম্পত্তি গুলির মোট মূল্য ধার্য করা হয়েছে ১৪ কোটি টাকা। ব্যাংকের তরফে জানানো হয়েছে এই মেলা দেশের বিভিন্ন অংশের সম্ভাব্য ক্রেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে ব্যাংক ঋণ নিয়ে গৃহ প্লট দোকান সহ বিভিন্ন সম্পত্তির আগ্রহী গ্রাহকরা সরাসরি মেলা এসে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

সম্পত্তি মেলায় এসব সম্পত্তির নামের নিয়ে বিক্রয় করা হচ্ছে ইচ্ছুক ক্রেতারা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এই সম্পত্তিগুলো ক্রয় করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি মেলায় বিশেষভাবে প্রতিটি সম্পত্তির জন্য কিউআর কোড প্রদান করা হয়েছে যার মাধ্যমে ক্রেতারা সহজেই সম্পত্তির পরিমাণ অবস্থান ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পারবেন। বছরে চারবার এভাবে সম্পত্তি বিক্রয় কার্যক্রমের মাধ্যমে ব্যাংক আরও পরিষ্কার ও স্বচ্ছ ভাবে ঋণ সংক্রান্ত সম্পত্তি ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts