মহালয়ার পুণ্য তিথিতে দুর্গাপুরের প্রাচীনতম ঐতিহ্যবাহী কালীপুজো গুলির মধ্যে অন্যতম দুর্গাপুর দয়ানন্দ কালচারাল সোসাইটি তাদের ৬২ তম বর্ষের খুঁটিপুজো সম্পন্ন করলো। এদিন সকাল থেকেই পুজো মুখর পরিবেশে ক্লাব প্রাঙ্গণ ভরে ওঠে ক্লাব সদস্য ও সদস্যাদের মধ্যে উৎসবের আমেজ স্পষ্টভাবে চোখে পড়ে। সকলে মিলিতভাবে খুঁটিপুজোর মধ্যে দিয়ে এ বছরের প্যান্ডেল তৈরীর সূচনা করেন। এই দীর্ঘ ৬২ বছরের ঐতিহ্য ধরে রেখে এবছর দয়ানন্দ কালচারাল সোসাইটি। তাদের থিম -“বনেদি রাজবাড়ীতে শক্তির আরাধনা”।

প্রাচীনকালের রাজবাড়ির আবহাওয়াকে মন্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তারা। ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মিশ্রণে সাজানো হবে মন্ডপ ও প্রতিমা। খুঁটি পূজার শেষে ক্লাব সদস্য ও সদস্যারা জানান এবারের থিম এবারও আমরা চাই আমাদের কালীপুজো দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিন থিম প্রতিমা আলোকসজ্জা সবকিছুতেই থাকবে নতুনত্ব।

সদস্যদের মুখে ফুটে উঠেছে আন্তরিকতা ও আবেগ যা এই কালীপুজাকে এলাকাবাসীর কাছে শুধু উৎসব নয়, যা এক মিলন মেলায় পরিণত করে। প্রতিবছরের মতন এ বছরও মাঠ জুড়ে থাকবে বৃহৎ মেলার আয়োজন যেখানে স্থানীয় শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন এর সুযোগ পাবেন। এছাড়াও এলাকাবাসীর জন্য রাখা হয়েছে কমিউনিটি লাঞ্চ – যা পূজাকে আরো সামাজিক বন্ধনে আবদ্ধ করে। এ বছরের পূজোর আনুমানিক বাজেট ৮ লক্ষ টাকা। দয়ানন্দ কালচারাল সোসাইটির কালীপুজো দুর্গাপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী পুজো, বছর বছর নতুন আঙ্গিক নতুন থিম ও নানান সামাজিক উদ্যোগের মাধ্যমে তারা শুধু উৎসবকেই নয় সমাজকেও গুরুত্ব দিয়ে আসছে। খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল যাত্রা পথের আনুষ্ঠানিক সূচনা।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর