বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবেশ কাটতে না কাটতেই শহরজুড়ে শুরু হয়ে গেছে শ্যমাপুজোর প্রস্তুতি। ইতিমধ্যে বিভিন্ন ক্লাব তাদের খুঁটি পুজো সম্পন্ন করেছে। মঙ্গলবার সকালে ধন্ডাবাগের “ধন্ডাবাগ একতা সংঘ”, তাদের ৩৮ তম বর্ষে পাড়াগুলো খুঁটিপূজোর মাধ্যমে। ক্লাব সদস্য নতুন মণ্ডল জানান, “এবার আমাদের পূজো ৩৮ তম বর্ষে পদার্পণ করলো। পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা থাকে, প্রতিবছরই আমাদের প্রতিমায় থাকে কিছু না কিছু অভিনবত্বের চমক এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।”

এবার ধন্ডাবাগ একতা সংঘে প্রতিমা থিম, “ঘটে পটে শ্যামা মা”। ক্লাব কর্তৃপক্ষের দাবি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের তৈরি হবে এবারের মন্ডপ ও প্রতিমা। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকবে ধন্ডাবাগ এলাকা। সাংস্কৃতিক পর্বেও থাকছে নানা আয়োজন। ভাইফোঁটা দিন মঞ্চ মাখাতে আসছেন স্বনামধন্য বাউল ও লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। তাদের উদ্যোগে আয়োজন করা হবে স্থানীয় শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনা এইভাবে দুর্গাপুরের শ্যামা পূজোর উৎসব মুখর আবহে নতুন রঙ যোগ করলো ধন্ডাবাগ একতা সংঘের খুঁটিপুজো।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

