দেশজুড়ে আসন্ন মহৎ উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে দুর্গাপুরেও। ভারতী রোড
সংলগ্ন নতুন পল্লীর মা তারা স্পোর্টিং ক্লাব বিগত তিন বছরের ধারাবাহিকতায় এ বছরও শর্ট উৎসবের আগে মহা শোভাযাত্রার আয়োজন করেছে। আগামী শনিবার অর্থাৎ ২৫ সে অক্টোবর বিকেল তিনটে বেরোবে শোভাযাত্রা। এই শোভাযাত্রার অংশ নেবেন শতাধিক ছট ব্রতী। মাতারা স্পোর্টিং ক্লাব এবং নতুন পল্লী ছট উৎসব কমিটির সভাপতি হেমন্ত প্রধান জানান টানা তিন দিন ধরে পালিত হবে উৎসব থাকবে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রায় পাঁচশ জন ছট ব্রতির হাতে প্রদান করা হবে নতুন বস্ত্র।

তিনি আরো বলেন, দুর্গাপুরে মা তারা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এটি অন্যতম বৃহৎ শোভাযাত্রা প্রতিধ্বনি ও আরম্বরের মধ্যে দিয়ে সম্পন্ন করতে চাই আমরা। উৎসব উপলক্ষে ছট ঘাট সংলগ্ন ময়দানে বসছে মেলা সঙ্গে তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ ছট উৎসবকে সাফল্যমন্ডিত ও স্মরণীয় করে তুলতে দুর্গাপুরবাসীর সক্রিয় উপস্থিতি কামনা করছে মা তারা স্পোর্টিং ক্লাব ও নতুন পল্লী ছট উৎসব কমিটি।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

