spot_img
Sunday, January 11, 2026
Durgapur
haze
22.2 ° C
22.2 °
22.2 °
33 %
3.6kmh
0 %
Sun
22 °
Mon
26 °
Tue
26 °
Wed
26 °
Thu
27 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে মোহন কুমার মঙ্গলমে ছট ঘাট পরিদর্শনে জেলাশাসক

দুর্গাপুরে মোহন কুমার মঙ্গলমে ছট ঘাট পরিদর্শনে জেলাশাসক

-

আসন্ন ছট উৎসবকে ঘিড়ে প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার বিকেলে দুর্গাপুরে মোহন কুমার মঙ্গলাম পার্কের ছট ঘাট পরিদর্শন করেন জেলাশাসক পন্নামবলাম এস,  দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা এবং সমাজসেবী পঙ্কজ রায় সরকার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পশ্চিম বর্ধমান প্রায় ৩০০ টি জলাশয় রয়েছে, তার মধ্যে বড় জলাশয় গুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। দুর্গাপুরে মোহন কুমার মঙ্গলাম পার্কের জলাশয় সেই তালিকায় অন্যতম। এই জলাশয়ের দুর্গাপুর ইস্পাত নগরীর ছট পূজা সেবা সমিতি ছট পুজোর আয়োজন করে থাকে। এখানে মাংসের ব্যারিকেড দিয়ে প্রায় ৮০০ টি ঘাট তৈরি করা হয়েছে। সমিতি ও প্রশাসনের অনুমান অন্তত  ১০ হাজারের অধিক ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হবে। জেলাশাসক বলেন প্রতিবছরের মতন এ বছরও চরম উন্মাদনার মধ্যে ছট পুজো পালিত হবে কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে, সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেগুলি পর্যালোচনা করা হলো।

অন্যদিকে কমিটির কার্যকরী সভাপতি শিব শঙ্কর প্রসাদ জানান, “দুর্গাপুর ও আশেপাশের এলাকার ছট ব্রতীরা এখানে আসেন তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি পরিবারের জন্য পৃথক ঘাট তৈরি করা হয়েছে। রয়েছে শৌচালয়ের ব্যবস্থা। পার্ক চত্বর সামগ্রিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে।”

 নিরাপত্তা ব্যবস্থায় থাকছে ড্রোন ও সিসিটিভি র নজরদারি।  এছাড়াও বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের বিশেষ টিম।  সেইসঙ্গে মোতায়েন থাকবে পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts