বাংলায় দুর্গা ও কালীপুজোর রেশ কাটতে না কাটতেই রাজ্য জুড়ে বাঙালি মাতোয়ারা হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর খামতি হয়নি। দুর্গাপুরে বি জোন এডিসন রোডের বন্ধু সবাই ক্লাবের পরিচালনায় জগদ্ধাত্রী পূজা ২৮ তম বর্ষে পদার্পণ করলো। শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ললিত দাস, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন শাসমল ও নয়না শাসমল। বিশিষ্ট অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে, মণ্ডপের ফিতে কেটে জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা করেন। বন্ধু সবাই ক্লাবের সদস্য স্বপন চ্যাটার্জী জানান তাদের পুজো এ বছর ২৮ তম বর্ষে পদার্পণ করল। এই পুজোকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটি ডিনারের ব্যবস্থা।

অস্থায়ী মঞ্চ ে সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। পুজো উপলক্ষে পুজোর কটা দিন রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে কমিউনিটি ডিনারের ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও এলাকাবাসীর কটা দিন খুবই আনন্দের সময় কাটান বলে জানিয়েছেন। সুদৃশ্য মন্ডপ ও সাবেকি প্রতিমা সঙ্গে এলাকা জুড়ে আলোক রোশনাইয়ে সেজে উঠেছে ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

