তিন দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের পচা গলা মৃতদেহ। শুক্রবার সকালে দুর্গাপুরের কোকোনা থানার অন্তর্গত লেবারহাট এলাকার নুনিয়া পাড়ায় ডি পি এল প্রশাসনিক ভবনের পাশের একটি জলাভূমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। সকাল থেকেই চারপাশে ছড়িয়ে পড়া তীব্র পচা গন্ধে সন্দেহের বাতাবরণ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায় এলাকাবাসীরা জলাভূমি থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে খোঁজ-খবর নিতে যান।

এই পড়ে চোখে পড়ে জলে ভেসে থাকা এক ব্যক্তির নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোক ওভেন থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতনদের জন্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম করন চৌহান,বয়স ২২ বছর স্থানীয় লেবার হাট নুনিয়াপাড়ার বাসিন্দা ছিলেন। ছট পূজার দ্বিতীয় দিন থেকে নিখোঁজ ছিল। প্রাথমিকভাবে এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হলেও পরিবারের লোকজন এটিকে খুন বলে অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও কৌতুহল। তারা পুলিশের কাছে দ্রুত ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

