না, কোন নির্বাচন নয়! সামান্য রদবদল করে পুনরায় প্রশাসনিক বোর্ডকেই বহাল রাখার বিজ্ঞপ্তি জারি করা হলো দুর্গাপুর পুরসভায়। ২০১৭ সালে শেষবার নির্বাচন হওয়ার পর ২০২২ সালে তার মেয়াদ শেষ হলেও আর নির্বাচন করা হয়নি। পরিবর্তে পাঁচজনের প্রশাসনিক বোর্ড এই পুরসভার পরিচালনার দায়িত্ব পেয়েছে। যার মাথায় রাখা হয়েছে পূর্বতন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে। শনিবার এক বিজ্ঞপ্তিতে তাকেই ফের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন পদে বহাল রাখা হলো। তবে এতদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার জায়গায় ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে উক্ত বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদবকে। নতুন পদ পেয়ে নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,”রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি দুর্গাপুরের সার্বিক উন্নয়ন করে যাওয়ার চেষ্টা করব।”

যদিও অমিতাভ বন্দ্যোপাধ্যায় কে প্রশাসনিক বোর্ডের সদস্যপদে রাখা হয়েছে। একইসঙ্গে আগের দুই সদস্য দীপঙ্কর লাহা ও আকৃতিয়ারিখ বোর্ডের সদস্য হিসেবে রেখে দেওয়া হয়েছে। সোজা সাপটা বিষয় হলো আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুর পৌরসভার প্রশাসনিক মহলকে চাঙ্গা করার উদ্দেশ্যে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

