দুর্গাপুর পূর্ব বিধানসভার ২৪ নম্বর ওয়ার্ডের ১৫২ নম্বর বুথ এলাকায় ভোট প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগ যে এস আই আর(SIR ) ফর্ম বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেওয়ার কথা ছিল, তা বিলি করা হচ্ছে এম এম সি টাউনশিপের বি ওয়ান শনি মন্দির সংলগ্ন বাসস্ট্যান্ডের শেডের তলায় বসে। এই ঘটনায় খুব ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে তাদের দাবি নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী এই ফর্ম প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বুথ লেভেল অফিসারের (BLO)। কিন্তু নির্দিষ্ট বাড়িতে না গিয়ে প্রকাশ্যে রাস্তার ধারে বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিল করা নিয়ম-বহির্ভূত দায়িত্বজ্ঞানহীন কাজ। এ বিষয়ে অভিযুক্ত মহিলা বি এল ও সুষমা ভৌমিকের বক্তব্য, “অতিরিক্ত কাজের চাপ ও শারীরিক ক্লান্তির কারণে এলাকার রাস্তা রাস্তা ঘুরে ঘরে ঘরে যাওয়া সম্ভব হয়নি। তাই সুবিধার জন্য বাসস্ট্যান্ডে বসেই ফর্ম দিচ্ছি।”

তবে তার এই সাফাইকে অনেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা বলে মনে করেছেন। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মহলে ও রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের তদারকি এবং উদ্ভিত্তিক কর্মীদের ওপর যথাযথ প্রশিক্ষণ ও নজরদারির বিষয়ে। কমিশন সূত্রে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ঘটনাটি প্রশাসনিক তরে রিপোর্ট করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি ভোট প্রক্রিয়া যতই স্বচ্ছতার সাথে করতে চাওয়া হোক না কেন দায়িত্বে অবহেলা এমনভাবেই বাধা হয়ে দাঁড়ায়। তাদের অনুরোধ নির্বাচন কমিশন যেন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

