ডিএভি ইনস্টিটিউশনের উদ্যোগে দুর্গাপুরে রবিবার সকালে অনুষ্ঠিত হলো এক বিশেষ ক্রীড়া উৎসব – “দ্যা গোল্ডেন মাইল চ্যালেঞ্জ” ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যা ছিল প্রতিষ্ঠানের ৫০ বছরের গৌরবময় যাত্রা কে স্মরণ করার এক অনন্য আয়োজন এই পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা স্কুলের ফিটনেস ঐক্য ও অদম্য স্থিরিতের প্রতীক হিসেবে উদযাপিত হয়। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল “এটি শুধু শেষ লাইনে পৌঁছানোর বিষয় নয় বরং সেই যাত্রা যা অন্যদের তোমার সঙ্গে দৌড়াতে অনুপ্রাণিত করে।”( It’s not just about the finish line ; it’s about the journey that inspires others to run with you”)। তোর প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিল নগদ পুরস্কার ও শংসাপত্র। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য এটি ছিল অধ্যবসায়, গর্ব ও ফিটনেসের এক সুন্দর উদযাপন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবি দ সোমা বিশ্বাস যিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহিলা ক্যাপিড হিসেবে দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে গৌরবান্বিত করেছেন।

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট জোন অভিষেক গুপ্তা আই পি এস, এসি পি দুর্গাপুর সুবীর রায়, সিআইএ রণবীর বাগ, কর্নেল বেঙ্গল ১০ নম্বর ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার হিতার্থ সারভাইয়া, ডিএভি দুর্গাপুরের ও ডিএভি ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গের অধ্যক্ষা পাপিয়া মুখার্জি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট জনেরা। প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান ডিএভি ইনস্টিটিউশনের পশ্চিমবঙ্গ জোনের অধ্যক্ষা। পরবর্তীতে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফ্ল্যাগ অফ করে ম্যারাথন দৌড়ের সূচনা করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি ক্রীড়াবিদ সোমা বিশ্বাস কি জানালেন শোনাবো আপনাদের।

অন্যদিকে ৫০ তম বর্ষ উদযাপনে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করে ডিএভি ইনস্টিটিউশন এর পশ্চিমবঙ্গ জনের অধ্যক্ষা পাপিয়া মুখার্জি কি জানালেন শুনে নেব।

দিনব্যাপী উৎসবের ছাত্র-ছাত্রী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানটি সত্যিই ছিল এক স্মরণীয় মুহূর্ত , যা বিদ্যালয়ের স্বর্নজয়ন্তী বর্ষ উদযাপনকে নতুন উচ্চতায় নিয়ে গেল।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

