সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান জানাতে গিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ানোর দুর্গাপুরে। সোমবার ঘটনাটি ঘটেছে ৩২ নম্বর ওয়ার্ডের পেয়ালা এলাকায় দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে বাধার মুখে পড়ে প্রশাসন। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক করেছে কোকোম্যান থানার পুলিশ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স।

নগর নিগম সূত্রে জানা গিয়েছে, পিয়ালা এলাকায় একটি নির্মাণ সরকারি জমির উপর হওয়ায় তা খালি করার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না হওয়ায় আজ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা প্রতাপ পাল অভিযোগ করেন, “এটা আমার নিজের জায়গা। জোর করে আমার বাড়ি ভেঙে দিল নগর নিগম। আমি এর শেষ দেখে ছাড়বো।”

অন্যদিকে প্রশাসনের দাবি সরকারি জমিতে বেআইনি দখলদারদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

