spot_img
Saturday, November 15, 2025
Durgapur
clear sky
17.3 ° C
17.3 °
17.3 °
51 %
3.2kmh
0 %
Sun
28 °
Mon
28 °
Tue
28 °
Wed
29 °
Thu
28 °
Homeদুর্গাপুরমহকুমা আদালতে বার এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

মহকুমা আদালতে বার এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

-

দুর্গাপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের গঠিত হলো নতুন কমিটি, গত ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত হয় বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশের পর আগামী তিন বছরের জন্য বিপুল ভোটে জয়ী হয়ে সর্বকনিষ্ঠ সভাপতি পদে নির্বাচিত হন আইনজীবী সঞ্জীব কুন্ড। মোট ছাব্বিশ জন সদস্য নিয়ে নবগঠিত কমিটিতে রয়েছেন সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, লাইব্রেরিয়ান, ট্রেজারার এবং এক্সিকিউটিভ মেম্বাররা। মঙ্গলবার দুপুরে বার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাচনের কমিশনার কৃষ্ণেন্দু পাল ও কাঞ্চন মিত্র নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও সহ সম্পাদকদের শপথ বাক্য পাঠ করান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁই এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায়। পাশাপাশি অনুষ্ঠানের নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুন্ডু এবং কল্লোল ঘোষ সহ সকল সদস্যকে পুস্তক দিয়ে অভিনন্দন জানানো হয়। এছাড়াও নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুন্ডু প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁইকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান। নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুন্ডু বলেন, “আজ শপথ গ্রহণ করলাম। আগামী তিন বছর আমরা সবাই মিলে বারের উন্নয়নের চেষ্টা করব। সকলের অভাব অভিযোগ শুনে, প্রাক্তনদের পরামর্শ নিয়ে সুষ্ঠুভাবে বারের কাজকর্ম পরিচালনা করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা শুরু হয় আনন্দঘন পরিবেশে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts