সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহুদিন ধরেই বেআইনি পার্কিং চক্রের দখলে ছিল। মঙ্গলবার সকালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সেই জায়গার উপরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা এই অবৈধ পার্কিংগুলির দখল নেয়। প্রশাসনের বারংবার সর্তকতা সত্ত্বেও রমরমিও চলছিল এই পার্কিং। অবশেষে এডিডিএ করা পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন ওই বেআইনি পার্কিংয়ে পরল বুলডোজারের থাবা। মুহুর্তে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে গড়ে তোলার কাঠামোগুলি। এই অবৈধ পার্কিং গুলি দখল নেওয়া প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের টাউন প্ল্যানার সৌরভ খাঁ জানান অবৈধ পার্কিং গুলি উচ্ছেদ করে দখল নিয়ে সেগুলি সেলফ হেল্প গ্রুপের হাতে তুলে দেওয়া হয়।

এলাকাবাসীর বহুদিনের ক্ষোভ এই উচ্ছেদে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে বেআইনি পার্কিংয়ের যাতা কলে পড়ে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। অনুমোদনহীন ভাবে সরকারি জমি দখল করে পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছিল, এমন দৌরাত্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় এ ডি ডি এ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিল্পাঞ্চলবাসী।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

