বিধান নগর গ্রুপ হাউসিং এ মঙ্গলবার সন্ধ্যা অনুষ্ঠিত হলো সাইবার অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সচেতনতা শিবির। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিল নিউ টাউনশিপ থানার অধীন বিধান নগর পুলিশ ফাঁড়ি। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সিআই(এ) রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা, বিধান নগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে, সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা। প্রবীণ নাগরিকদের লক্ষ্য করে আয়োজন করা হয় এই কর্মসূচি গত কয়েক বছরে সাইবার প্রতারণা শিকার হয়েছেন বহু মানুষ বিশেষত এই এলাকার প্রবীণরা তাই তাদের সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ। সিআই রণবীর বাগ জানান, “সাইবার প্রতারণা থেকে বাঁচতে সবচেয়ে জরুরি সচেতনতা ওটিপি, ব্যাংকের তথ্য, ব্যক্তিগত তথ্য – কোন অবস্থাতেই অপরিচিত কাউকে দেওয়া যাবে না। অপরিচিত নম্বর থেকে ফোন এলে সাবধান থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।

তিনি আরো বলেন, “প্রতি মুহূর্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সাধারণ মানুষের পাশে আছে। প্রতিদিন নতুন নতুন প্রতারণার কৌশল বেরোচ্ছে। তাই আমরা চাই জনসাধারণ সতর্ক থাকুক। বিশেষভাবে প্রবীণ নাগরিকরা। শুধু দুর্গাপুরেই প্রতি মাসে প্রায় এক কোটি টাকা সাইবার প্রতারণা মাধ্যমে হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা।” পুলিশ কর্তারা বলেন, সাইবার প্রতারণা ঠেকাতে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয় প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা। তাই ভবিষ্যতেও এমন সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বলে জানানো হয়। বিধান নগর পুলিশ ফাঁড়ির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার প্রবীণরা তাদের মতে এই ধরনের সচেতনতা শিবির তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতারণা থেকে রক্ষা করতে সাহায্য করে।

সচেতনতার বার্তা :
✓অবস্থাতেই OTP শেয়ার করবেন না
✓ব্যাংক বা সরকারি নাম ভাঙিয়ে ফোন এলে তা যাচাই করুন
✓ সন্দেহজনক লিংক বা বার্তা খুলবেন না
✓সাইবার প্রতারণা শিকার হলে সঙ্গে সঙ্গে সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করুন
সমরেন্দ্র দাস,Lcw India দুর্গাপুর

