spot_img
Friday, January 16, 2026
Durgapur
haze
22.2 ° C
22.2 °
22.2 °
37 %
2.6kmh
0 %
Fri
25 °
Sat
26 °
Sun
28 °
Mon
30 °
Tue
31 °
Homeখেলা৭ম ইন্টারন্যাশনাল মাস্টার্স গেমস এর সফল পরিসমাপ্তি

৭ম ইন্টারন্যাশনাল মাস্টার্স গেমস এর সফল পরিসমাপ্তি

-

দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে ২১ থেকে ২৩ শে নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম ইন্টারন্যাশনাল ইনভিটেশন মাস্টার্স গেমস ২০২৫। মাস্টার্স এসোসিয়েশন বেঙ্গল ও দুর্গাপুর কালচারাল এন্ড স্পোর্টস এর যৌথ পরিচালনায় ও আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেট  বুলু মন্ডলের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নরেন্দ্রনাথ চক্রবর্তী, সুমন বিশ্বাস এবং দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন মুখার্জি। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও  ক্রীড়াবিদরা।

এবারের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা থেকেও প্রতিযোগিরা অংশ নেন। উদ্যোক্তা বুলু মণ্ডল জানান প্রথমবার দুর্গাপুরে এত বড় মাপের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটি দুর্গাপুরের ক্রীড়া পরিবেশ কে আরো সমৃদ্ধ করবে। এই প্রতিযোগিতায় 240 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এছাড়াও বিশেষ ক্ষমতাসম্পন্ন ২০০ জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ উৎসাহ প্রদান করেন।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাস্টার্স অ্যাথলেটরা জানান, “বিভিন্ন স্থানে মাস্টার্স গেমসে অংশ নিলেও দুর্গাপুরের মাঠ, পরিবেশ ও পরিকাঠামো তাদের বিশেষভাবে আকর্ষণ করেছে। আয়োজকদের নিখুঁত ব্যবস্থাপনাও তাদের প্রশংসা কুড়িয়েছে। আগামী দিনে এই মাটিতে পুনরায় এমন প্রতিযোগিতা হলে তারা অংশগ্রহণ করতে আগ্রহী বলে জানান।”

ম্যারাথন ১০০-২০০- ৪০০ মিটার দৌড়ের পাশাপাশি ছিল হাঁটা দৌড়,জাভলিন ও ডিসকাস থ্রো, শট পুট হার্ডলস, হাই জাম্প সহ আরও বহু অ্যাথলেটিক ইভেন্ট। প্রতিযোগিতার শেষে সফল অংশগ্রহণকারীদের মেডেল ও শংসাপত্র প্রদান করা হয়। সামগ্রিকভাবে দুর্গাপুরে অনুষ্ঠিত সপ্তম ইন্টারন্যাশনাল মাস্টার্স গেমস কেবলমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং ক্রীড়াবিদ মানুষদের মিলনমেলা হয়ে উঠেছিল। এই আয়োজন ভবিষ্যতে অঞ্চলের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা যায়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts