দুর্গাপুরের পাঁচ মাথা মোড় সংলগ্ন দিশারী সংঘের মাঠে রবিবার সকালে এক অন্যরকম দৃশ্য দেখা গেল। ঝাঁ চকচকে কোন বড় ব্র্যান্ডের নয় সমাজের প্রান্তিক মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করতে একদিনের একটি অনন্য শপিংমল- মাত্র পাঁচ টাকার শপিং মল! বিশ্বাস করা কঠিন কিন্তু এই একদিনের শপিংমল টি সাজানো ছিল যে কোন অত্যাধুনিক মনের মতই সারিবদ্ধ কাউন্টার সাজানো বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের পোশাক – সবকিছু মিলিয়ে এমন পরিবেশ যা অনেক প্রান্তিক মানুষ সম্ভবত জীবনে প্রথমবার উপভোগ করলেন।

এই অনন্য উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বেনাচিতি স্বপ্নপূরণ। একটাই লক্ষ্য – যারা জীবনে হয়তো কোনদিন শপিংমলে ঢোকার সুযোগ পাবে না তাদেরকেও নিজের পছন্দের বেছে নেওয়ার আনন্দটা উপভোগ করানো। শপিং মল মানেই দামি পোশাক ব্যয়বহুল পণ্য এই ধারণা ভেঙে দিয়ে এখানে মাত্র পাঁচ টাকায় নিজের মতো করে পছন্দের বস্ত্র তুলে নিচ্ছেন বহু মানুষ। কারো হাতে নতুন শাড়ি, কারো হাতে শার্ট বা প্যান্ট, চাদর, কোন বাচ্চার হাতে জুতো সকলের মুখে উচ্ছ্বাস। স্বপ্ন পূরণের উপদেষ্টা সঞ্জয় সিট বলেন, “প্রান্তিক মানুষেরা স্বপ্ন দেখার অধিকার রাখে। আগামীদিনে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়া হবে।”

এই উদ্যোগ শুধু একটি মেলা নয় সমাজের জন্য এক জাগরণের আলো প্রতিদিন আমরা কত অপ্রয়োজনীয় জিনিস নষ্ট করি। আর অন্যদিকে কত মানুষ সামান্য পোশাকের অভাবে জীবন যাপন করে। প্রান্তিক মানুষের মুখের হাসিই প্রমাণ করে যে পাঁচ টাকার এই শপিং মল শুধু জিনিস বিক্রি করেনি বিক্রি করেছে মানবিকতার মূল্যবোধ এবং স্বপ্ন দেখার নতুন অধিকার।

